জন্ম লয়ে পেয়েছি জীবন,
সেজেছি ওপারের যাত্রী,
মৃত্যুর নিশানায় করছি গমন,
জীবন তরী বেয়ে অহরাত্রি।
দূর্গম গিড়ি
ঘন আঁধার ভরা;
দিতে  হবে পারি,
যেতে হবে ত্বরা ।
ক্ষনো ক্ষন নাহি ক্লান্তি-শ্রান্তি, চলন্ত নাহি অবসান ,
ছুটছি, ছুটব; যবে না পাব মৃত্যুর নিশান ।
মাল্লা-কান্ডারী বিহীন এ তরীর যাত্রীরা একা একা,
দুর্গম পেরিছে ঘন আধাঁরে, কুল নাহি পায় দেখা ।
কে জানে,
কার তরী কবে
কোন খানে
ডুবে যাবে !
কার তরী যাবে কত দূরে,
কার যাত্রা পথে কোন যম দ্বাড়ে ,
কোন সাইক্লোন ঝরে থেমে যাবে তরী কার,
কার তরীতে ভরা কত ঘানি বেদনার।
সেই ভয়ে
বিচলিত
নাহি হয়ে
অবিরত
ছুটিছে তরী আপন মনে যাত্রী ভিরিবে যেথায়,
তরীই চিনিছে সেই তীর্থ খানি, যাত্রী তা নাহি পায় ।