জন্মের পর দেখেছি জীবন
নিশি রঙ্গে মাখা,
সাধ জাগে তাই জীবন টারে
রঙ্গিন সাজে আঁকা।


দিনে দিনে তাই স্বপ্ন বুনে
মনের গহীন কোণে,
জীবনটারে মেলিয়ে ধরি
ফুল-পাখিদের সনে।


কত রং-আর রঙ্গের তুলি
দেখতে সেথা পাই-
ভাবি কোন রঙ্গে যে জীবনটারে
রঙ্গিন করে সাজাই।


ফুলে মত কোমল করে
সাজাতে গিয়ে জীবন
সেথায় দেখি হাজার ব্যথার
শক্ত আবরন।


পাখির মত গড়ব জীবন
ভাবছি মনে মনে
চেয়ে দেখি শিকারীরা সব
ফাঁদ পেতেছে বনে।


আবার ভাবি জীবনটারে
নীল আকাশে গড়ি
হৃদয় সেথায় হারিয়ে যায়
মেঘ-আঁধারে-ভরি।


সবুজ রং-এ অবুঝ বনি
রক্ত রঙ্গে জ্বালা
সাদা জীবনে নাইরে স্বপন
হলুদে ঝড়ার পালা।


হঠাৎ দেখি রংধনুটা
আকাশ সীমায় ভেসে
আমায় দেখে সাত রঙ্গে সে
খিল খিলিয়ে হাসে।


বলছে ডেকে হৃদয় ওমন
হাজার সুরে বাজে-
সাজিয়ে নিও জীবনটারে
যেথায় যেমন সাজে।
                 -মনোবীনা