সকাল বিকাল মা জননী
আঁচল ছায়া করে,
নিশিত হলে রাখেন তিনি
বুকের মাঝে ধরে।


চোখের আড়াল হতে দেয়না
কোমল মায়ের মন,
সারা বেলা আমায় তিনি
কেরন আদর যতন।


একটুখানি আঘাত পেলে মা’র
চোখে আসে পানি,
হাত বাড়িয়ে ডাকেন কোলে
“আয়রে সোনা মনি।”


বুকের মাঝে আমায় পেলে মা
চায় না কিছু আর,
আমি যেন সাত রাজার ধন
সোনা মনি তার।
            -মনোবীণা।