খুলে বাতায়নে-
দেখি দুর বনে-
নিবিড় নিশিত বেলা;
গাহিছে কে-গান,
খুলে মন-প্রান-
ভুলিতে মনের জ্বালা।


আকাশের তারা ঘিরি
সুর তোলে বাঁশরী
পুরে যাওয়া হৃদয়ের নিশ্বাসে;
চারদিক নিঃঝুম
সে জেগে না কি ঘুম
ব্যকুল মন তার তালাসে।


চাঁদের জোসনা ঢলে
অকুল ধরলা জলে
ঢেউয়েরা নেচে উঠে বায়;
মরমি সেই সুর,
ভেসে চলে বহুদুর
কূলে কূলে দুই কূল গাঁয়।


সেই সুর ধ্বনি হায়
যদি তার কানে যায়
ভাসিবে সে নয়নের জলে;
দুজন দুজনা বিনে
দুই কুলে দুটি মনে
ভেসে যায় বেদনার ঢলে।
           - মনোবীণা