শোন মেঘ!
মিলনের সন্তাপ ঘোরে
জন্ম হতে জন্মান্তরে
গতিময় যে আবেগ,
পূবালী প্রান্ত হতে-
পশ্চিমে ধাবিত হ’ল,
কখনো উজ্জ্বল আলো-
কখনো বা আঁধার পথে ।


স্বপ্ন সলিল নয়নে-
আগলিয়ে রেখেছ যাকে,
পত্রালীর ফাঁকে ফাঁকে-
নিবেদিত করি নিরজনে|
আজো সে তো যায়নি ঝরে
বৈশাখী ঝড়-বায়-
শ্রাবনের বরষা ধারায়-
বিরচিত বাদলের তোরে ।


আজো অটুট রয়েগেছে যা
প্রাণের পরতে পরতে-
ঊষাড়ের আগমনী ব্রতে;
কখনো নমিবেনা সে ধ্বজা,
কখনো ফুরাবেনা সেই পথ চলা,
কখনো হবেনা শেষ-
সেই পথ, পথের আবেশ
কাঁপা কাঁপা স্বরে কথা বলা ।


তবে চলো-
আমি-তুমি দুজনে-
আসমান হতে মহা আসমানে
রেখে দেই সেই স্মৃতি গুলো,
সূয্যের শানিত রোদে-
ছোট ছোট আসরে-
সাজায়ে থরে থরে-
বিনাশের শেষ পদে পদে ।