মনোবীনা-
জীবনের মরু উদ্দেশে
তুমি হীনা-
আমি দূর পরবাসে-।


সরাদিন ব্যস্ত কাজে-
পড়ে থাকে মন-
তোমার আলিঙ্গন-
আর খুকুদের মাঝে।


সন্ধ্যায়-
সমাজ সংসারে পাতা
হৃদয়ের মায়া-মমতায় গাঁথা
স্বপ্নরা ডাকে হাতছানি-
অতল-ভাবনায়-
মাটি-পাতা বিছানায়
কেটে যায় বিনিদ্র রজনী।


জাগে প্রভাতি-
শিশিরের জলে
সবুজের কোলে
হাসে শ্যামল বিথী
এ-মনের দুয়ারে
পড়েনা প্রশান্তির আলো-
শুধুই স্বপ্নের ঘায়
কেটে যায়
জীবনের ক্ষন গুলো।