মহা-বিদ্ধংসী কামানের বিশাল গুহায় বসে
সমোর শক্তিধর, যান্ত্রিক উন্নত দেশ দশে-
যে রূপে বাজিয়ে চলেছে আজ যুদ্ধের দামামা
পৃথিবীটা আর ঝুঝি বেশি দিন টিকে থাকবে না।


ওরা চেয়ে দেখে না হিরোসীমা, দেখেনা নাগাসাকি
সেই যে পোরা মাটি, বিকলাঙ্গতা কালের সাক্ষী।


ভূমি দখল, রাজত্ব বিস্তার, নিজ কতৃত্ব প্রসারে
মরিয়া হয়ে উঠেছে সবাই যত হিংস্র প্রকারে।
আঙ্গুল তলে একে অপরে জানান দিছে ছাফ ছাফ
সেই বড় ধ্বংসকর্মা, দিনে দিনে বেড়ে চলে উত্তাপ।


আর কোন যুদ্ধ নয়, আর নয় কোন রক্ত কেলি,
ফিরে এসো সবে শান্তির পথে, ধ্বংসের পথ ভূলি।


পিপীড়ার মত সারি সারি জনতা এই একটাই দাবিতে
কতবার দেশে দেশে জোটে সবে কত শত র‌্যালিতে;
ব্যানার হাতে দশদিক কেঁপে তোলে চিৎকারে চিৎকারে
অলি-গলি ছেয়ে দেয়, লিফলেট আর পোষ্টারে পোষ্টারে।


তবুও যে ওরা শুনছে না যেন কেউ কারো কোন মানা-
ওরা বুঝি আর চুপ-চাপ বারুদের গুহায় বসে থাকবে না।


আজ ধর্মের কাঁটা ভরা গায় বিধর্মের যত আঘাতের দেনা,
এবার চুতায় লিখে রাখা যুদ্ধটা বুঝি জ্বলে উঠে কি না ?
কেউ বা ভূবনের অধিপতি হতে চেয়ে না পাওয়ার ক্রোশে
বারুদের গোলায় আগুন দিছে পৃথিবীকে ধ্বংসের হীন মানষে।
                                                       -সংকেত