ওরা কি সুখ চায় বাংলার ?
নাকি চায় এ জাতির হাহাকার ?
নাকি মৃত্যুর সাথে পাঞ্জালরে,
অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে ।
পাপরী হারা শূন্য বৃত্ত হয়ে,
জননীর হাহাকার চিৎকার।
ওরা কি সুখ চায় বাংলার ?


আমি কারে প্রশ্ন করে বলি !
ওরা কি রক্ত দেখে ভয় পায় ?
নাকি লোল আনে রসনায় ?
ওরা  কালী !
জনতার মুন্ড ছিরে-
রক্ত নেশায় রক্তের খেলা করে।
ওরা কাপালী !
বসেছে ধ্যানে,
পূজার প্রয়োজনে
জনতারে করে বলী !
নয়তো পূর্ণ হবে না
মনের বাসনা,
পূজা না দিলে প্রতিমার !
ওরা কি সুখ চায় বাংলার ?


ওরা স্বার্থান্বেষী ,
আপন স্বার্থে মত্ত হয়ে দিবা-নিশি
শোষণ করিতে চায় শাসনের নামে
হে বাঙ্গালী বীর, তব শীর নমে,
ঘরে বসে বসে করবে কি শুধুই আর্তনাদ
বলিষ্ঠ কন্ঠে করবেনা প্রতিবাদ ?
পাষাণ মনে, ক্ষনে ক্ষনে
তেজীয়া উঠে সবে চিতার গর্জনে
ওদের কলিজা ঘিরে,
শিকারী চোখে তোর নিশান গেড়ে-
শাণিত ধারার নখ দর্পণে-
মারবিনা বিষম ঘাঁ ?
মনে রাখিস কিন্তু হাঁ ।