সবাই যখন নিঝুম দেশের বাসী,
আমি তখন চাঁদের আলোয় বসি;
বালু চরে, খোলা আকাশের তলে,
মুক্ত মাঠে মুক্ত শ্বাসের ছলে
কাঁদতে গিয়ে হাজার ব্যথার মাঝে,
শব্দমালার ছন্দ সাজে সাজে,
লিখেছিলাম যেদিন প্রথম কবিতা খানি;
সেদিন ভেবেছিলাম কি স্বপ্নের জাল বুনি!
জলসা ভরা এই ধরণীর বাঁকে,
হাজার কবির কাব্যগুলির ফাঁকে,
কান্না-হাসির হৃদয় জুরে জুরে,
পাবো গো ঠাঁই একটু অনাদরে।


হয়তো সেদিন মনের আড়াল করে
রেখেছিলাম এই স্বপ্নটিরে ধরে।
আমি যে আজ বিশ্বের কাছে ঋণী,
তাঁকেই দেব কাব্য লেখা খানি।
যদিও এতে শোধিবে না সে ঋণ,
তবুও আমায় শোধিতে হবে কোন দিন।
                             - এলোমেলো