প্রতিক্ষার  পথে


তুমি আসবে বলে-
প্রতীক্ষার পথ চেয়ে চেয়ে
আমি আজ বড় ক্লান্ত!
বলেছিলে, নিরাশ হয়োনা ;
এই তো এসেগেছি আমি  
বেদনার শেষ দিগন্তে,
বাকি শুধু আর বিষন্ন কাঁটাবন;
তার-পর ধু-ধু মরুপ্রান্তের শেষে-
কান্নার মহাসমুদ্রে ভেসে ভেসে-
ভাংতে হবে উচ্ছসিত কত ঢেউয়ের বেড়ি;
এই শুধু আর দেরী।


তখন সন্ধার মলিন আঁধারে-
হয়তো থাকবেনা জোর দিবসের পাঁজরে ;
চেয়ে রবে শুধু ওপারের কূল ঘেঁষা সবুজ আঁচল-
নিলীমার চোখে এঁকেদেবে আঁধার কাজল,
হতাশার মেঘের ভিরে,
মিশে থাকা পর্বত শিরে
আমি তুষারের বুকে স্বপ্ন ঝড়ি-
তুমি এসে যাবে তারা তারি।


ক্ষন পরে-
চেয়ে দেখি ওপারে-
নির্মল নিশিত স্বরে
ছেয়ে গেছে ঘন আঁধারে,
কেটে যায় আরো কিছুক্ষণ, নিস্তব্ধ প্রহরে-
কোথাও নেই ভূবনের এতটুকু লেশ
নিঃশব্দে ধ্বনিত করে নিঃশ্বেস-
যেদিকে তাকাই, দেখি ক্লান্তির আনাগোনা-
মনের গভিরে ভির করে শত ভাবনা।
তখনো কি আশায় পথ পানে চেয়ে থাকি অপলক,
কোথা হতে এক বিন্দু আলোর ঝলক-
আঁধার-কুয়াশার বেড়াজাল ভেদ করে-
মনের গভীরে আলোয় ভরে-
জেগে তোলে মৃতপ্রায় বাসনা ;
তুমি আসবে - - -  
কবে আসবে সেতো অজানা ।