নবীন-প্রবীন ওরে কচি কাঁচা,
আয় তোরা আয় আয় দেখে যা,
চির উজ্জ্বল-
তরুণ সেনা দল-
সূর্য শিবির, র‌্যানেসা।


দশ গাঁর মোরা দবীন-নবীনা
পরহীতে টান রাখি সিনা।
হিন্দু বৈদ্ধে হেথা নেই ভেদাভেদ
গরিব ধনির নেইকো প্রভেদ।
ছোট বড় মোরা সকলে সমান
সত্য-ন্যায়ে নিবেদিত প্রাণ।
অন্যায় মোরা করিনা তো কেহ
থাকিতে মোদের নবীন দেহ;
নইগো ভিরু মোরা নই দুর্বল
নবীন রক্তে দেহ রয়েছে সবল;
বিদ্রোহী মোরা রণ-তুর্য হাতে
হানিব আঘাত শক্র নিপাতে।