খোকা, তই ভাল করে শুনে রাখ
চৈত্র শেষে পড়েছে তো বৈশাখ ,
দেখিস, ঘন মেঘ ঘনে সহসায় ,
কালিমাখা করে দিয়ে নীলীমায় ,
তুফান আসিবে ঘন বজ্রে ,
তুই থাকিসনা বাহির ঘরে ।


জানিস ,
বৈশাখীর ছোবলে ভরা বিষ ।
ও যে পাষণী !
কখনো সাজে মায়াবিনী ,
ছন্দে ছন্দে ক্ষণে,
রিম ঝিমি সুরে ঝরে পড়ে বাদলে
ক্ষণেই শীলা বরষণে মাতম তুলে
বহিবে মাতাল হাওয়া
ওর শীতল ছোঁয়া
অসুস্থ্য করে তুলবে তোরে,
তুই থাকিস না বাহির ঘরে;
ভিজিস না বাদলের জলে ।
মা’গো, শৈসবে তুমি লিখেছিলে ,
আজ বরষার রিমঝিম সুরে
তোমার চিঠিখানি হাতে ধরে
জানালার পাশে বসে একাকী ,
আমি চেয়ে চেয়ে দেখি
ঝর বাদলে ভিজে যাওয়া পৃথ্বি;
আজ তুমি শুধুই স্মৃতি ।