লোকে কিছু বলবে ভয়ে-
থাকব না আর ঘরে শুয়ে;
ছুটব এবার মাঠে-ঘাটে-
গ্রাম-গঞ্জ-বাজার-হাটে ।

দুঃখ কে জয় করতে হলে-
সাহস নিয়ে এগিয়ে চলে-
যুগের সাথে তাল মিলিয়ে;
কর্মে জীবন দেই বিলিয়ে।


আপন সাজে গড়তে জীবন-
খুঁজব নাকো কাজের ধরণ;
কর্ম যতই হোক না নিচু-
ফিরব নাকো কোথাও পিছু।


বলে যদি কিছু বলুক লোকে-
দেখবো নাকো তাদের দিকে;
ছুটব আমি আপন মনে-
কর্মেই সুখ এটাই জেনে।


করবো যখন আপন কাজ-
ভয় বা কিসের, কিসের লাজ;
হব যখন লাজ ভোলা,
দেখব সুখের দ্বার খোলা।