শীতের ঊষায়-
গগণ ভরা,
তুষার-ধরা,
ঝর-ঝরে যায়-
শিশির বুনে ;
ভূবন ঘিরে-
কন-কনে ভাব,
ঊষ্ণ’র অভাব-
নদীর তীরে-
সকল ক্ষণে।


       বয়েই চলে
শীতল বপন,
যখন-তখন
      দেয় সে বলে-
             কোমল পরশে!
রৌদ্র-কপন,
আকাশ ভূলে-
মাটির কোলে-
        আসল কখন-
মনের হরসে।


       বালুর চরে
দূর্বা ঘাসে
শিশির হাসে
তিক্ষ্ণ করে
ব্যথীত মনে;
পায়না দেখা-
তপন আলো,
সন্ধ্যা হলো-
রক্ত মাখা-
হয় গগণে।


        ভূবন টিরে
একলা ফেলে
ডানা মেলে
ফিরছে নীরে,
সব পাখিরা।
আলত করে
সন্ধ্যা আসে
রাশে রাশে
আবার ঝরে
তুষার ধরা।