ছুটন্ত পথিক,  পদ ধ্বনি তুলি টিক টিক
দর্বার বেগে পথ চলিছে একেলা,
নিশি-দিন ভর নেই অনাদর,
ছুটিতে হবে তাই ছোটে সারা বেলা।


একদা ক্লান্তে বসি বাঁশঝারে  
কুহেলী ডাকিয়া কহে তারে
হে পথিক, পথ চলিয়াছ মেলা,
এখন আমার গান শোন,
ছুটিও পরে ক্ষন
জিড়াইয়া লও এ বেলা।
আসছে ঘন আঁধারের রাত,
আষাঢ়ের বর্ষণী প্রভাত,
চৈত্রির দুপুর রদ্দিরে খড় খড় ঢেলা,
বৈশাখে ঘন মেঘ ছাড়িবে হুংকার,
বিজলী চমকিয়া উঠিবে আবার,
তুফান আসিয়া সিন্ধুরে করিবে উতলা ।
এসো তুমি মোর শান্ত  নীরে,
দুজন দুজনা ঘিরে-
সে ক্ষণ কাটিয়ে দেই মোরা করিয়া খেলা;
হে পথিক পথ চলিয়াছ মেলা।


ছুটন্ত  পথিক তার
পথ চলা করিল না ভার,
অটল সে ধ্যানে মগ্ন,
শুনিলনা গান ক্ষণ লগ্ন।
                   -সংকেত