আমি নারী !
আমাকে যে-
চার দেয়ালের মাঝে-
থাকতে হবে, সে কি নয় বারাবারি ।
আমার কি নেই অধিকার ,
পূর্ণ স্বাধীনতায় জীবনের হাল ধরবার ।


আমি কি পারিনা হতে ,
বীরবল বীর, জীবনের পথে,
আমি কি পারি না হতে-
এই গতিময় বিশ্বে-
যুগের শাণিত ধারার শীর্শ্বে-
আপন বাহুবলে গড়া-
উদ্ধর্ত তরবারী হাতে ধরা-
যুদ্ধ শিবিরের রণবীর !
আমি কি পারি না হতে-
শিকল ছেড়া পাষাণ ব্যাড়ির-
ভয় শংসয় হীন
দুর্ধর্ষ, দর্বার নবীণ-
ঐ নবীনের পথ যাত্রী !
আমিও তো পারি ।


তবে কেন সমাজ সংসয়-
ঘরের বাহিরে নয়
নারীর জীবন রণ !
আমার গতি পথে কেন এ নির্দয় আবরণ ?
আমি কি হাঙ্গেরী কারাগারের চির বন্দিনী ?
নাকি শুধু ‘নন্দিনী’ ?
দিবা-যামী সারা বেলা ?
স্বপ্ন লয়ে করি শুধু খেলা,
সুবিশাল ধরণীতে
পারিনা প্রকাশিতে
মধুময় করি !
আমিও তো পারি ।


আমি ও তো পারি মহাকাশ ভেদিতে,
আমি ও তো পারি চন্দ্র , মঙ্গলে পারি দিতে ,
আমিও তো পারি  ,
অরণ্য গিরি পত ফাঁরি ,
আমার পদ ধ্বনী ধ্বনিত ধ্বনিত করি-
জানি সৃষ্টি ,
জানি কৃষ্টি ,
জানি স্রষ্টার পরিচয় ,
আমিও সাজি মৃত্যুঞ্জয় !
আমরোও তো সাধ জাগে
চন্দ্র সূর্য্য  নিহারিকার মত
আলোকময় হয়ে , আলোক  ছড়ায়ে অবিরত
গতিময় ধরণীরে আরো গতিময় করে গড়ি।
আমিও তো পারি !
আমি নারী !
       -বজ্রধ্বনী