কল্প কথায় ছোট্টখাটো ,  
জগৎ তৈরি হয়।
ভালবাসায় ভালোবাসি,
নেশা মহোদয়।


অদৃশ্য হয়ে চলো,
যদি সতি, জন্মাতে ইচ্ছে হয়।
চোখ বন্ধ করে দশটি মিনিট,
চুপকরে কিছু না ভেবে থাকো।
অন্তত কোন দমে!

চেষ্টা কি হয়েছিল,
জীবন ভাংচুর প্রতি পাতায়।
নীল হলদেটে মোচড়ানো,
পোষ্ট বিহিন নামে।


অদ্ভুত  হয়ে প্রাণ!
কারো আকাশ এর চাঁদ হওয়ার চেয়ে।
ছায়া বটে, আকাশ পানে,
মাঝে মধ্যে রংধনু  রুপে,
দেখা মিলা ভালো।


প্রেমে মহো আত্মার প্রশান্তি।
ইহা শান্তি নয়।
শান্তি বলে জাপটে যা,
ক্ষনিকের স্বাচ্ছন্দ্যবোধ।
জলন্ত বাস্প ছুটেছি তা,
সব মিলেছে মহো।
এক যৌবন লিখছি তথাপি,
তৃপ্তি হুম তৃপ্ত,
অদ্ভুত দৃশ্য।


বাকি লেখচার কাকে দিবো,
লিখচিএ পাগল আমি বেস।
এইতো ছায়া,
ক্ষনিকের স্বাচ্ছন্দ্যবোধ।
ছুটেছি মহো অবশেষে।


কার কি বা আশে যায়,
মহো ছায়া ডাকি,
অন্ধের শহরে আয়েনা প্রহরী,
এবোভ, যাওয়ার বাজি।