সব ভাঙা কলমের জুড়ে আদিখ্যেতা।
বারন নামক কালম ঝরনা।
কবিতা নামক নেশা আলপনা।
নাহি ছাই!
       নাহি পাই।
কি উড়াইয়া,
       দেখি তাই।
আদিখ্যেতা, আদিখ্যেতা,
বারন নামক প্রহরী।
রুপ জড়িয়ে আদিখ্যেতা ,
চেয়ে আছি বাহারী।
ভাঙা কলমে মিঠাচ্ছি তৃষ্ণা।
বারন আদিখ্যেতা।
কবিতার মাঝি,
রাগ হারিয়েছি।  
ঘৃণা আসে আমার,
ছায়া নামক পাখনা!
আদিখ্যেতা চলতে চলতে,,
কবিতার নাহি ঠাই!
পানি বিহিন কবিতার নদীতে,,
মাঝী আমি তাই।
#🎠