স্বপ্ন দেখে ঘুম শহরে,
আঁকি ডুব ছাই মেলা।
এইতো অবহেলিত নীলা!
ঘুম ভাংগা নাম ডাকি।
নতুন যেন আয়না রেখা,
চন্দ্র না সূর্য ওঠার বাকি!
ব্যস্ত প্রটিকেল দেখে,
অবাক আর হচ্ছি না।
হার জিত, চাওয়া পাওয়ায়,
নতুন হতাশায় নাকি।
ছায়া নামে মায়া চোর,
শহরের সাঁঝ বদলায়।
আকাশ তাকিয়ে মহাশুণ্য,
বিচিএ ভেলায়।
এই আমার অসম্পূর্ণ,
নতুন জানালায়।
ডেব ডেব করে,
বৃষ্টি ভেজায়,
রঙ এই জন্মায়।