শহরটি বড্ড অদ্ভুত গল্পঘাট!
আমি তুমি চিত্র নাটক।
সব যেন লিখা পাতায় কিনা।
আয়োজন অজুহাতে তোলা সহ আছে।
তার ইতি বলে,
ইতিহাসও টানা।


পরিচালনায় মস্তিষ্ক গুলো,
গোটানো নকশি কাঁথা।
ঐতিহ্য বাহি শহরটি দালানে,
মৃত ব্যাক্তিও সংখ্যা একটি।
মোবারক বাদ শেষ গুটিয়ে,
আমি কালা, ভুলো মন জানা।


কিছুই পাওয়ার নাই,
অংশিক আমি জুড়ে।
অন্ধের শহর কাঁচে সাজানো,
যেমন খুশি তেমন সাজ মোহর।
প্রক্রিত পক্ষে বিক্রিত আমি,
আমার সুবাস জুড়ে।
আমি কালা তাই সমাজ,
ভবিষ্যতের প্রজন্ম অবেলায় মেরে।


আমায় সাজিয়ে আমি নাই,
একটু আধার ছায়ায় বাঁছি।
এটাই ইংরেজিতে কম্পটেবল।
এটাই সাধীনতা নাকি!
আজ দেখে কাল ভুলে যাই,
এমন আমার আমি।
আমার বলতে বিক্রিত পুতুল।
আমি কম্পটেবল মানি।