বিশ্বাস ব্যাকটি ভাঙা ঘরে, সেই চাঁদেকলঙ্ক এর মত !
অপরাধী ডায়রির, ছায়া মাখা দেখা কথাকলি।
কালো চসমা চোখে,বাজানো হাতের তুবড়ি।
নেশা গুরের চলা, সেইসব শিখিত গালি।
বিশ্বাস্য হুম, বিশ্বাস্য আঁকান চোখবন।
অচেনা পথ বাহুড়,ঐ কাঁটাবন তুলি।
লতাবাহারী সেতু পেঁচানো গাড়ি।
যেখানে শেয়ার বাজারে ফুল।
লটারি খেলিতে,দেখবার ।
শেষাংশ খুজে হারিয়ে।
শুরু টা দেয়, পারি।
বিশ্বাস পদীবএক,,
আশার প্রহরী।।
ছায়া আঁক,
বিশ্বাস্য,
ঘড়ি।