চা এখনো কথা বলে।
তবে কপি সময় কাটায়।
আর ঠান্ডা আড্ডা দেয়ায়।
আর সময় দেয় পাড়ি!
জীবন হামগুরি থেকে,
দাঁড়াতে শিখায়।
অজুহাত করে ভারি!
কালকে মানে ভুল।
আজকে মানে দামী।
আমাদের জীবনের মূল,
বুজি কতখানি।
চা কখনো বুজবেনা,
তার কত কথা।
কপি কখনো ভুলবেনা,
তার হারানো বেথা।
চা-কপি দুটি,
পেয়ালায় করে পান।
সময়, কাদ্দায়-বুজায়।
কার অবদান !