আলো ছায়ায় চা এর খেলা,
ঘুম যুদ্ধের প্রহরী মেলা।
শুনতে জাগ্রত চেতনা বেলা।
স্বপ্ন ক্যাম্পাস আয়োজিত খেলা।
আমি নামক আমাকে লিখা,
বাকিটা রং হীন স্বপ্ন দেখা।
এই তো শুরু চা আলপনা,
গতিময় স্রোতের সব চেতনা।
অমরত্ব খোঁজে, পাঞ্জা লড়াই।
পিছুটান করবে তো বড়াই।
ভাবনা চিন্তা, শিক্ষা গুরু!
মন আলোচিত,
উৎস সন্ধানে প্রবেশ শুরু।
লিখা গুলো  এিনয়ন চোখ,
বাকিটা নাহয় আপন বুকে।