চোখ মেলে দেখছি,
হয়নি সকাল।
ডুবন্ত চাঁদ,
দুলছে আকাশ পানে।
প্রাণহীন জগত,
অঝরা পাতা,
ধুলছে আনমনা কানে।
নিঃশব্দে ঘুমিয়ে আঁকা,
অন্দকার ছায়া মাখা।
যতদূর চোখ মেলা।
আকাশ ঝুলন্ত তাঁরা,
একটি উপগ্রহ।
তাঁরা যেন ছুটে পরলো,
গহীন  জংগুলে বড়া।
তার আলোয়,
উরে চলা জোনাকি,
নতুন রঙিন মেলা।
দেখছি, ভাবছি।
সব যেন নিজ থেকে,
রাতের মহিমা খেলা।
এই অপূর্বদৃষ্টি যেন,
করেছে আনমনা।
মনের দুয়ার,
খুলে লিখছে।
অন্ধকার খুভ চেনা।
বিকাশিত স্বপ্ন,
জেগে লিখছি।
কল কল শব্দ,
ঝর্নায় নদী,
শ্রবন ঢাকে,
ঘুম অভেগে ডানা।
এইতো যেন রাতের মহীমা,
আলোকচিত্র ভাবনা।
ঘুম হারানো গুপ্তধন,
চোখ জেগেছে,
অন্ধকার আল্পনা।