কুয়াশা ঝাপ্সা, শীত নাই।
বসন্ত ফিরে এলো তাই।
শীত চলো পাতা ঝড়িয়ে,
বসন্ত এলো, সুবাস নিয়ে।
শীতে নবান্ন পিঠা-ফুলি।
বসন্তের মাতাল হাওয়ায় দুলি।
শীতের ঐ শিশির ভেজা ঘাস।
বসন্তে কাশফুল, কোমল বাতাস।
শীতে ঠান্ডা থরথরে বুড়ি।
কাপতে কাপতে খাচ্ছে মুড়ি।
বসন্ত পিরলো, ফুলের সুবাস।
কচি কচি পাতা, আর ফুলের আবাস।
শীতের কুয়াশা, যাচ্ছে বুড়া।
খেজুরের রস পারচ্ছে ওড়া।
বসন্তের বাতাসে ওরা, নাটাই হাতে।
খোলা আকাশে গেলো ঘুরি উড়াতে।
শীত গেলো, চোখ জুড়িয়ে।
বসন্ত দিলো মন বড়িয়ে।
শীতের সুবাস আর নাই।
নদীর পালতোলা নৌকা দুলছে তাই।
শীতের সময় ওদের, চোখে জল।
বসন্তের কোকিল ঢাক,
বলে নদীতে চল।
সাতার কাটিয়া, ওদের বেলা শুরু।
শীতের সকালে কাপছিলো বুড়ো।
বাগানে এখন, ফুটেছে ফুল।
শীতের আর, নাই কূল।  
শীত, শীত ভাবনাই।
বসন্তের উল্লাস,
মনে জোয়ার তুলেছে তাই।
এগুলো সব দেখেছি যেখানে।
বাংলার রুপে,
শীত বসন্ত ফুটেছে সেখানে।