ঘুম, স্বপ্ন, ছায়া, লাশ,
সব খুব চেনা।
ভালোবাসি স্বপ্ন কে,
শুধু, অকালন্ত সাধনা।
আগামী সকাল দেখবো কি?
তাতো জানিনা !
ভালোবাসার সময় হবে কি?
আমায় নিজেকেই চিনলাম না!
প্রতিদিন ভাবি, যাবো তো চলে।
রেজিস্টার করা, লাশ আমি।
তবে ঘুম ভাংগা গল্প খানি,
সত্যি অনেক দামী।
প্রহার-আলো খুজতে খুজতে,
দেখিনা তো আর কিছু।
অন্ধ চোখে ছুটে চলেছি,
আমার কলম দুষ্টু ।
ঠাই নাই, ঠাই নাই,
আমার নদীর কূলে,
ঘূর্ণি পাক আমায় ঢাকে,
নদীর মধ্য খানে।
জল আমায় ভালোবাসে,
এতটাই কেন?
জীবন টা যেতে পারে,
আমার জীবনপথ অন্য।
চশমা বালিকা,
ভালো কি আছো তুমি!
তোমার জন্য চোখমুখ,
একটু মাজে হাঁসে।
ঘুম ভাংগে, ভালো কিছু,
স্বপ্ন প্রহর হলে।
এখন মাজে মাজে তামাক টা,
ধরে তোমায় মনে করে।
রেজিস্টার করা লাশ এখন,
আমার গল্প জুরে।
আমার ছায়া পিছু,
নিয়ে থাকে,
আমায় আলো করে।
আমায় সাজিয়ে,
হামাগুরি স্বপ্ন।
জীবন্ত লাশ,
রেজিস্টারে কলম ধরে ।