ভাগ্যবান সেই নামে,
নিউটন আকারি চুল।
নাম গুটিয়ে আবরণ শোভা,
বিজয়ী পর্বতি মূল..


আট খাট বাদিয়ে তুমি,
বিজয়ীর হাসি প্রাণ,
বর্ন ছন্দ ছাড়া লিখিতে,
সাফল্য অর্জন আংশিক অভিমান।


জন্মদিন চলিয়া আসিলো,
জানিতাম না একদম।
লিখা লিখি একদম মনযোগী নই,
কবিতার খাতা গুন গুন...


তুমি যেনো জীবনের সবটুকু ভালো টা পাও,
তাই আমার প্রিয়টা সাফল্য আগেই,
খোদা পাঠিয়ে পরে ভাগ্যবান তুমি,
আদরী নিউটন নাম দিয়েছি আমি।


খুভ নাকি পাজি শুনেছি,
ছন্দে কথা বলে।
সাফল্য অর্জন যেন ভাগ্যবান তুমি,
জীবন তারই এই কূলে।


আমার আমি সাফল্য তাই,
দোয়া রহিলো প্রায়,
তাহার হাসি আর আমি,
জীবন্ত গতি তাই।


ভালো মন্ধ কি লিখিবো,
একে বারেই জানা নাই।
সাফল্যের তরে হাসিটাই,
প্রতিটি হাসি ভালো কাটুক,
প্রার্থনা এমন টাই।