হে কায়েরনাত!  
আমায় পোড়াতে,
তোমার এত আয়োজন!
বুজা বড় দায়,
তুমি এসেছ যখন।
কাশ্মীর, দিল্লি,
ফিলিস্তিন, সিরিয়া ,
এর ইতিহাস  বাহন!


হে আশরাফুল মাখলুকাত!
তো কেমন কাটছে ,
প্রতিদানরূপ বন্দী জীবন?
কায়েরনাতের এই আতংকে!
বন্দী আর আতংকে থাকা,
অনেকে সুখের তাই না বলো!  


হে দুনিয়া প্রেমিক !
কেমন শিহরিত ,
লাশের পর লাশ দেখতে?
এই মৃত্যুর ভয়,
আর লাশের মিছিল,
যেন জেগে উঠেছে।
সিরিয়া, ফিলিস্তিন বহুল।


হে বেস্থ আয়না,
চুপ করে চিৎকার করছো যেন,
একান্ত নিদিষ্ট খাচায় বন্ধি থাকতে।
প্রিয়জন থেকে দূরে রাখতে,
প্রতিনিয়ত মৃত্যু,
পাঞ্জা লড়াই যেন।
তিলে তিলে শেষ করছে।
কায়েরনাতের উওর।


হুম  বিশ্ববাসী !
কি বুজলে,
কাশ্মীর, দিল্লি,
ফিলিস্তিন, সিরিয়া ,
তাদের উপর।


শোনো বিশ্ববাসী!
পৃথিবীর জালিম শাসক...
তাদের বলে দিও,
আমার প্রভু অত্যাচারিদের ছাড় দেয়,
কিন্তু ছেড়ে দেয় না!
হয়তো মহামারী তারই,
আধটু উওর।