কবিতা গুলো বড্ড ইতি!
অর্থটা বোঝা দায়।
কবিতা তুই কি,
আমার সেই দিদি!
যে সাহিত্য লতা,
নাম কারনেই নদী বায়।


আজ তোকে লিখতে ইচ্ছে,
কথা কলি নাহি ফুটে।
এমন করে পাথরে ঝরনা,
এিনয়ন নাহি জুটে।


কথা গুলো উল্টো মানুষ!
স্বপ্নের নাহি বাজ।
চশমা চোখেও এই ছায়া,
কবিতার মেজাজ।


অর্থটা আজও একা তাই।
কবিতার নাহি প্রাণ!
লিখেছে পাগল,
কবিতার ইতি!
সাহিত্য লতা দিদা তুই,
আমার উৎস আহবান ।


ইতি বলে যেন শুরু,
উল্টো মানুষের লিখা!
কবিতার পাতায়,
কবিতাই নেতা।  
শুধু আধটু,
আবুঝ প্রাণের লিখা !