রংঢং জীবননগর,
আঁচলে হিসাব কত।
মায়াময় সময় খাতা,
লিখছে তার মত।
জগত এক দিন,
হবে আমার!
আজ নয় কেন?  
ভাবমগ্ন অতিত দেখায়,
হিসাব খেলায় যত্ন।
ভবিষ্যৎ কেন,
আজ বলে!
কাল তো আছে।
কাল কবে,
ফিরে বলবে,
আজ আছি এই তো!
অপুরন্ত সময় নয়,
খানিকক্ষণ বাঁচবো।
তার মাজে,
আজ নয়, একদিন!
কেন,
একদিন ধরে দেখবো?
কুয়াশা ভেজা, অল্প হেঁসে।
কেন শিশির দেখি?
সীমিত জীবনে, ঘুম কাঁটিয়ে।
জীবন হেলায় খেলায়।
একদিন ভেবে,
রেজীস্টার কেন,
কাটছে অবেলায়!
অবেলার গল্পজোট,
অনেক কথায় মগ্ন।
হাঁসিটা আজই নাই।
একদিন ভেবে যেন!
মায়া লাগা একটি দিন,
আজকে নিয়ে হাঁসি।
আজকে বলা স্বপ্ন গুলো,
আজকের দিনেই আঁকি।