জানিনা কবে পাবো মুক্তি।
হাসি কান্না সব কিছু যেন জুরে আছে;
একটি  যায়গা দরে।
কখনো ভাটা;
কখনো বা জোয়ার;
ঘূর্নি ঝড় ও আসে।
কখনো বা দুয়ে যায় স্বপ্ন;
মহাসাগর তলে।
নাই সাধীনতা;
নাই স্বপ্ন;
আছে শুধু অবিমান।
কখনো চেয়ে দেখে থাকি;
বাহির অল্প কোনে।
অন্দকার যেন গিরে দরে আছে।
দেখছি রাগান্ত চোখে।
আলো আসবে কবে।
আসবে তা আমিও জানি।
আছি তার অপেক্ষায়।
মুক্তভাব একটু,
হাঁসি বেসে।