জন্মেছি এই শস্য খেতে,
মৃতু সনিকটে।
দোলনা থেকে কবর,
চলছে আয়োজন অজুহাতে।
মহো বড়া এই শস্য খেতে,
মানুষ  আশরাফুল মাখলুকাত,
এই নিয়ে যেন সর্গ আজ।
আয়োজিত জন সংবাদ।
কুরচি নামক  স্থান নিয়ে,
বড্ড আয়োজন।
পৃথিবী নাকি মঞ্চ আজ,
সব তারই  অভিনেতা বহন।
শুনে আজ এতো পাঞ্জা,
সব চেয়ে রণখেত।
তাই তো আজও কানে ভাজে,
হায়রে মানুষ রঙের ফানুস,
রং ফুরাই লেই ঠুস।
তার আয়োজনে,
ভুলেই গিয়েছি,
পৃথিবী এক শস্য খেএ,
মৃতু অবশেষ।