আমি চলছি পরছি লাশ ময়,
খুঁড়ে ছুড়ে আবার দারাচ্ছি।
আধটু নেশায়, পিরে দেখছি।
গল্প কবিতায় মন মুহুর্মুহুঃ।
নেশাটি নতুন !
দাড়ি গজাছি।
বাউল এর নেকামি!
চুল বাড়াছি।
শুনতা মিঠাতে, কাওকে খুঁজছি।
পাগল বলে, দিকার পাচ্ছি।
দিশেহারা পথে, কি চাচ্ছি?
এ কি!
নেশায় কি লিখছি।
বাজে সভাবের।
বাকি ,
মতলব খারাপ নাকি।
একে বেকে চলি।
একা একা বলি কথা।
অদ্ভুত হাসি,
হেলেদুলে চলে,
দুষ্টুমি করি।
কেউ দেখে না,
কেউ বুজে না,
বেস্থ শহর কি না ‌‌!
নতুন নেশা, নতুন ভাবে।
দেখেও দেখছো না।
আমি সেই ‌‌!
নেশা ভুক্তভোগী,,
নেশার নাম আজও অজানা।
মতলভ খারপ আমি।
নেশায় দেখছি,
নেশা অপূর্ব চেনা
হুম, সে তো কেউ না।