আমার অনেক গুলো পড়া
এখনও বাকি।
বই জমাট বাধা ধুলোবালি,
এখনও অনেক শিক্ষার বাকি।


অনেকাংশে নতুনত্বের খোঁজে,
আমার ইতিহাস ঘাঁটাঘাঁটি।
এই শহরে জঙ্গল হাটিয়ে,
অট্রালিকার ঝুঁকি।
আসছে ভাবনায়, সব জুড়ে,
নিয়মতান্ত্রিক আলো আঁকি।


সব  নিয়মে,জমছে এইবার,
হারিয়েছি জঙ্গল বাকি ‌।
তাহার সাথে হারিয়ে বসেছি,
আমাদের উদাহরণ জোঁনাকি!


আমি নতুন ভাবনা শিখেছি,
আগুন জল এই শহরে।
যুক্ত হয়েছি নিখোঁজ প্রান,
আর প্রাণ হারানোর প্রহরে।


সব নিয়মে, চলছে সব,
কি হারিয়েছি, নেই খোঁজ।
নিখুঁত ডিকশনারি মানব প্রান।
হারাচ্ছে  মায়ের বোক ।


জীবন পথের ঘাঁটাঘাঁটি,
সবই নতুন প্রহর।
একের পর এক  চলছে ঝড়।
পুরনো হচ্ছে গল্পের মোড়।


ইতিহাসের সেই,
রঙিন জানালা ভেঙ্গে,
উড়াছি ছাই ।
কিছু যদি সারা পাই!


আমদের এই শিখায়।
ধুলোবালি জমাটা এই শহর টা,
নতুন প্রান্তেও ,
মহাশুণ্য তাই।