কথা বলে জীবন ডায়রি,
লতার মত করে!
হাঁসিও তখন  হাঁসে,
সূর্য কিরণ পেলে।
এলোমেলো জীবন কত,
নতুন পাতায় ঝরে!
নতুন সাজে, গল্প জুটি,
আবেগে তোলে সাজে।
প্রহর আলো,
সন্দ্যার আলো,
দুস্টমি হেলা-খেলা।
পাখির কিচির-মিচির,
দুও সময় শুনায়।
তবে, প্রহর অবহেলা।
তাই বলে কি,
সন্দ্যার মুখে ফুল?
প্রহর আলো,
তুলে আনে,  
চোখ শুখের মূল!
অজস্র কথা,
অজস্র বেথা,
অজস্র কান্নাঘড়।
তবে নতুন ডায়রি,
খুলে দেখো,
ভাল থাকার প্রহর।
তখন ফ্যাকাশে মুখের,
কথা গুলো।
অনেক প্রহর দামি।
প্রহর ডায়রি ,
কথা বলে,
যে যত আমি।