,,"কিছু গল্প বর্নহীন",,
শেষে ভেলায় মনে হয়, অসমাপ্ত রয়েছে।
আরো কিছু, জানার ইচ্ছা হয়।
তাকে ছোট গল্প, হিসাবে ধরা হয়।
যা এখন,অনেকের জীবন্ত নাম।
,,অসমাপ্ত,,
অসমাপ্ত এক অজব পথ।
সব কিছুর সমাপ্তি আছে।
শুধু খুজে পেতে দেরি।
না হয় রেজিস্টার করা ডায়রি।
যা পড়ে,
এক কাপ চা,
এর সাথে মিলে গিয়ে।
আবার শুরু হয়,
সমাপ্তি ডায়রির খুজ।
আমি,
আমি দেখছি সমাপ্তি।
বাস্তব এর সাথে, লড়াইটা রক্তে মাখা।
আমি, আমি,
আমি অসমাপ্ত পাতা নই।
সমাপ্তি আমার,
আমি সমাপ্তিজ্ঞাপক।