মর্যাদা কে করো ভয়।
মর্যাদা পেতে হলে ।
হাজারো বছরের ,
তপ্যসের প্রয়োজন হয় ।
চাইলে কি,
মর্যাদা পাওয়া যায় ?
একবার মর্যাদা ক্ষুণ্ণ হলে ,
তা পিরার নাই উপায় ।
মর্যাদা কে ধরে রাখুন ।
তবে তিল তিল করে ,
মানুষের মর্যাদা তৈরি হয় ।
মর্যাদাকে বৃদ্দি করো ,
মর্যাদাকে হারিয়োনা তয় ,
কখনো মর্যাদা হারালে ।
বেঁচে থাকার কি মানে হয় ?
মহাত্মা গান্ধী বলে গেছেন তয় ,
মর্যাদা ধরে রাখুন ।
কারন, এই মর্যাদা ।
এক সময় আমাদের ,
লক্ষ্যে পরিনত হয়।