যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ
ঘুমন্ত পাখির জন্য নয় যুদ্ধ ,
উড়ন্ত পাখির জন্য যুদ্ধ ।
নিজের জন্য নয় যুদ্ধ,
জাতির জন্য যুদ্ধ ।
রক্তের জন্য নয় যুদ্ধ,
সতের জন্য যুদ্ধ ।
অন্যায়ের জন্য নয় যুদ্ধ,
নেয়ের জন যুদ্ধ ।
জয়ের জন্য নয় যুদ্ধ,
সাধীনতার জন্য যুদ্ধ।
নরকের জন্য নয় যুদ্ধ,
স্বর্গের জন্য যুদ্ধ।
যুদ্ধ হে, যুদ্ধ ।
যুদ্ধ কারে কয় ?
শুধুমাএ শহীদ করা ।
তাই কি যুদ্ধ হয় !