মিথ্যাকে করোনা ভয় ।
সত্যকে দিয়ে করতে হবে ,
তোমার বিশ্ব জয় ।
মেকি তোমার ব্যাপক দিকে ,
সত্যের বিরোধী পথ ।
এসব রাজ ভয় আর লোক ভয় ।
নয় তোমার বিপদ ।
যে মিথ্যাকে চিনতে পারে ,
সে মিছামিছি কেন করবে ভয় ।
সেই মিথাকে করবে ভয় ,
যার মনে মিথ্যা করে ফেলেছে জয় ।
যে নিজেকে ছিনেছে ,
সে আপন সত্য ছাড়া ।
আর কাওকে কনির্শ করবেনা , তয়।
তয় যতই দেখাও না ভয় ।
জীবন চলার পথে,
যতদূর ভুল করেছো ।
তার মাজে সত্য পাবে ।
জীবন গড়ার পথে ,
তা দিয়ে শুরু না হয় ।