প্রেম বলিতে চাহিদা মোর,
বহু নয়নেতে বসবাস।
আমি হইতে আমাদের।
প্রদীপের খুটি বহিঃপ্রকাশ!


লক্ষ্য গুলো বড্ড জাগিয়ে,
বাসি ভালো নিজেতে।
বহিঃপ্রকাশ একগুচ্ছ কদম!
প্রতিফলিত ইন্দ্রধনু,
স্নান্ত আকাশ পটে।


বহু নয়নে প্রদীপ হইতে,
আমাতে ইহা চাহিদায়।
আমাতে হইয়াচ্ছি,
আমি প্রেমিক!
চোখ যুগান্তর ভাবনায়।


মৃত্য নদীটিতে,
আমি প্রাণ!
বহু চোখোও জলে।
দেবো আমাতে,
নয়ন জুড়ে।
প্রেমিক প্রদীপ প্রহরে ।


ভালো থাকিতে,
শিখিতে গিয়া।
কাটিয়া দিয়াছি,
প্রেমিক প্রাণ।
এই যে ভালো,
ইতি নয়নে।
প্রেমিক আমি,
তাহাতে নইতো??
কি সেই চাহিদা!
খুঁজিতে ছিলাম যেই,
বলিয়া ছিলাম ছায়া প্রাণ।


বকে শেষ হইবে না ,
আমাতে প্রেম মহো।
এিনয়নে প্রেমিক হইবার,
ইচ্ছে জাগিছে বলি ।
মৃত্য সাধও,
মিঠা হইবে ভাবছি।
যদি চোখে জলে ভাসিয়াও!
বলিতে শিখি।
এই জীবনে মজা পাইয়াচ্ছি।
বহু নয়নের হাঁসি সেইতো।


আমাতে এই লক্ষ্য প্রেম!
খুঁজে পাইয়াচ্ছি,
এই জগত মাটিতে।
বহু আলোর প্রদীপ।
এিনয়ন আমাতে বলিছে,
প্রেমতো আমাতে খুঁজিতেছে।
আমি যে তাহার হার জিত।
তাহার প্রেমের অমৃত দিক ।


মৃতুর আগ মুহুর্ত,
এই প্রেমিক হাসি যেন।
ধরিয়া চাহিদা মোর!
এই কায়েনাতে আমায়,
জাগিয়া তুলিছে।
প্রেমিক বলিয়া ডাকি।
তাহার প্রেমে মুগ্ধ আমাতে,
যাহাতে এই মহোর প্রতিক !


জীবনে মজা পাইয়াছি।
এই খুদ্রতায় আমাতে,  
মহোৎসব মাতিয়াছি এইতো।
প্রাণের অমৃত হাঁসি।
তাহার মাঝেই আমি অমৃত,
জীবন যুগান্তকারী আংশি।    
খুঁজে পাইয়াচ্ছি ,
প্রেমিক আমিতো আমাতে ।