আমি অমর নই,
পথচলা দীর্ঘদিন তুই চুয়ে,
ছোট্ট ছোট্ট অমৃত গুলো,
অমর কণি জুটিতে চায়।


জীবনের সন্ধি পথে,
ভালো বাসা শিখাবো তোকে,
উল্টো মানুষ রুপে,
তত্ত্বীয় কল্পনা দয়,
প্রিয় আমি...


চাঁদকে তাহার জোছনা দেখাবো..
তোকে পড়াবো,
বেলি ফুলের মালা..
কাশফুল বুনো নদী ধরে,
পাল তুলা নৌকা করে,
এক জনম পারি দিবো মোড়া....


এক বিকেল কদম হাতে,
আসব হিমু রুপে,
তুই রইবি,
রঙিন বিনি সুতোর মালা পরণে...
শতাব্দীর অন্যতম, রুপসী কন্য সাজে...


রংধনু সাত রং জুড়ে,
হলি খেলবি....
রং অমৃত জুটবে আমার প্রিয় শেখায়....
এই তোর লুকুচুড়ি,
আধিপত্য হাসি, আমি দেখবো....
এ হবে আমার সাড়া জীবনের প্রাপ্তি।
এক তোর তত্ত্বীয় কল্পনা দত্ত জুড়ে...