আমার জগৎ আমার বিশ্ব ।
আমার মুখের ফরমান ।
কে হে তুমি,
কারিয়ালও ফরমান ।
দাও ,
রক্ত মাখা ছাপ ।
সময়ের প্রতীক্ষায় ছিলাম আমি ।
রক্ত স্রোতে বাসাইয়াছো তুমি ,
আমারই হরিক্ষেতে ।
আমারই ক্রোধকে জাগাইয়াছ তুমি ,
রুপবর্তী এই জগতে ।
বুন্ধু ভেবে রাখিয়া ছিলাম তোমায় ,
আমারই স্বর্গ পথে ।
এর বিনিময় ,
তুমি বাসাইলা ,
রক্ত মাখা স্রোতে ।
আমি চাইলাম ,
আমার মুখের ফরমান ।
তুমি দিলা কালঘুম ।
অসুরের মতো যাপিয়া পরিলা ,
বাসাইলা রক্ত স্রোতে ।
বুন্ধু হইয়া,
বুন্ধুর মরম বুজলানা ।
তুমি তবু বল,
তোমায় বিশ্বাস করতে ।