অল্প আর চোখে হলেও,
ইচ্ছে গুলো ভালো।
মৃত কিন্তু আড়ালে!
রং তুলিতে আলো।


স্রোত হীন নদীতে,
পালতোলা নৌকা...
কস্মিনকালে গুন নাই,
দোষ শেষ সম্বল আলো ।


আকাশ কুশম ভাবনা!
নিজ দুনিয়া পুরে।
আমি এক উপহার!
আমার তরি জুড়ে।


দুয়ারে আমার সর্ব সুখ!
আদিপত্য বলতে,
তাহারে কপাল জুটে।
সংস্করণ, চঞ্চল, আমি নই!
আমতা আমতা আমি।


ইতস্তত করিও না,
ফিরিয়া আস...
এই অহর্নিশির ফুটেছে ,
জাগতিক মৃত প্রাণী।