তুমি অনেককিছু নও, 
নিরুদ্দিষ্ট সূর্যের ছায়াছবি।
সেও, উষ্মান্বিত ছায়াঘন।
আশ্চর্যান্বিত, চমত্কৃত।
কল্পনাবলে রচনা করা,
আবেগাচ্ছল কার্য রুপ।
তুমি আধটু ফুলের,
সূর্যকেন্দ্রিক সেই, ছায়া।
পেন্সিল, চা, ছায়া,
এই তিন আবেগে,
এমি ভেবে রংফলানো,
স্রোতহীন সময় লিখে যাওয়া।
সূর্যকেন্দ্রিকতা ছায়াতল,
আবেগাচ্ছল ছায়া খুজে।
অমর্ষিত, কৌতূহলী অন্বেষণ।
তুমি ঐ সূর্যের ছায়াছবি।