অদৃশ্য খাঁচায় বন্দী একাকী ঈদ ছিল।
নতুন পাতা সাজাতে।
সাদা কালোরঙ ভিড়ে,
রঙিন সাধ নিতে।
নষ্ট ঘড়িটির,
সময় হিসাব চুকাতে।
ভিড়েছি শুন গল্পে!
পাখির চোখ নিয়ে ভাবতে।
যে পাখির ডানা আছে কি না জানিনা!
জানিনা পাখির রং রুপ কি!!
দেখতে কেমন!!
জানি শুধু পাখির চোখ আছে।
তাই নিয়ে ঈদ এর সাধ।
সরলরেখার ভাজে।
ভিড়েছি সেই পাতায়,
শুন করে নিজের নামটি জড়াতে।
কেও জানবেনা কেও বুজবে না।
অসমাপ্ত পথে ঝুড়িঝুড়ি ইংগিত।
স্বপ্নঘোর প্রাণী বাড়াতে।
যথেষ্ট নয়, আর নয়।
আজ কবিতা এই ভাব,
এমন বিশেষ যত্ন জুড়ে।
কলম এর কালি পুড়িয়ে এসেছে।
স্বপ্ন আঁকা দুয়ারে।