নির্মলেন্দু গুণের বাণী ভেসে ,
আমি হয়তো মানুষ নই,
মানুষ গুলোই অন্যরকম।
এই দুটি লাইন বড্ড ভালোবাসি।
মানুষ নামক যেন বহন!
মানুষের গড়া শহরটি,
অন্ধের শহর জুড়ে,
আয়না কারিগর এর মতন।
প্রচলিত ভালোবাসি নামক আয়নার মত।
ভেংগে গেলেই অচেনা।
ভালোবাসি কথাটি বয়সের প্রতিক,
সময়েই যেন অজানা।
ভালোবাসাকে, ভালোবাসতেই ভালোবাসি।
মানুষিক আত্মা মহো প্রাণ বেমানান মানা।
স্বপনচারিনী যেন প্রাণহীন জগৎ,
উওর গুলো ভাঙা ডানা।
স্বপ্ন নি শাস পাঞ্জা লড়ে,
আদিখ্যেতা বড্ড চেনা।
এিনয়ন চোখে খোঁজে মানুষ ,
অন্ধের শহরে যেনো আয়না।
ফানুশ উড়ছে আকাশ জুড়ে,
বড্ড আভেগ মাখা,
হিজিবিজি শহরে নিজেরই খোঁজ,
ভালোবাসা নামক আয়না।