মৃত মানুষের,
কখনো গন্ধ শুনেছিলে!
কেউ শুনেনি....
শুনেছে রক্তের সুভাস।
মানুষ আসে,
আবার পরিকল্পিত,
সময় সীমানা জুড়ে বিদায় নেয়।


আত্মার ওজন ২১ গ্রাম।
অমৃত পদচারণ।
দেহের কোষ্টে সেই আসে!
এক প্রাণ ঢেলে নিমন্ত্রণ।


সুরমা চোখ...
আলতা রং চরণ..
ঘড়ি পাঞ্জাবি  ..
দেহ খানি সাজে!
লাশের বাকসে সাদা কাপড় ।
বাহির জগত নাহি আঁকে!


এক জন্ম এক মৃতু।
তাহার উপহার।
সর্গ কি নরক পাবে আত্মা,
শরীর হৃদয় নাম তার!!


এই হৃদয় অক্সিজেন নেয়,
কাঁদ্দে, হাসে পরে।
তাহার ইচ্ছে দাঁড়িয়ে থাকা,
এক অমৃত ঘিরে।


মন মসলিন, আমার আত্মা..
অমৃত  ইরিণা প্রান্তে!!
ভাগ্যবান নাম জুড়ে,
আমারই যুগান্তে।


দেহ না হয় ছেড়ে যাবে মহাবিশ্ব ,
এক সমুদ্র জোয়ার।
আত্মা নামক হৃদয় ফিরিবে,
বিনোদিনী বাটায় বার বার...


নাম ছাড়া এই হৃদয় পরিচয়,
মানব জগৎ এক পরীক্ষা গাড়।
নাম দিয়ে বেদেছি ঘর।
বাস্তবতা তুমি উপহার।