অযথা বাড়াবাড়ি আমার স্নায়ু,
আমার আয়না কথা,
মনুষ্য কি আমি নই!
নাকি গোপন করিয়াছি তথা...


লিখা লিখি কন্ঠস্বরকে,
নামিয়া দিয়াছি চাই...
আর কিছু না হোক,
লালিমায় খালি,
আমি এক উপায়...


কি লিখিতেছি,
বুঝিবার প্রয়োজন নাই!!
আমি না হয় ছাড়িলাম,
পৃথিবীর মৌ মায়া!
বিন্ধাবন্দ পিণ্ডি সজা,
মৃত ময়দান লয়া!


প্রিয় বলিয়া আয়না ধরি!
নির্মিত প্রবর্ত দর্শয়িতা!
মানুষ হইতে,
টাকা পয়সা লাগে না...
এই সময় ভাইও অতিত স্মৃতিতে,
বলিয়া উঠিল এই লতা!


বাল ছাল,
আমি কি আর,
মানুষ হইবো না!!
আমার থেকেও ভাই,
আমি বিন্দু,
শেষ কথা...
তুই জানিস না,
আমি জানি না,
খোদাকে ভালো বাসি,
বিদায় পৃথিবী,
নিজ সাজে ভালো থাকিও,
তিতু আমি প্রাথী!!