চাঁদের আলো আসলেই তোমার মত,
যখন আকাশ জলে ফুঠে,
শুদু তাকিয়ে থেকে,
সকল কালন্তি ভুলে, থাকার মত।


তার নাম আবার দিয়েছে পূর্নিমা,,
আসলেইই, চাঁদ তোমার মত।
নৌকা রুপে ঈদ আকাশে ভাসে,
পুর্ন রুপে জোস্না রাতে হাঁসে,


মন খারাপ থাকলে,
তাকিয়ে থাকি।
যেন হাজারো দুঃখময় ডায়রি,
তুমি লিখছো।
আর একটুকরো সস্তির আবেশ।


সব সময় তোমার নেয়।
হাজার কষ্ট থাকলে যখন,
একবার তাকিয়ে দেখি আকাশ পনে,
তোমায় দেখছি,
মনে হয়।
এই সমাপ্তির শুরু,
এই আমেশ।


তোমায় বলি তো,
তুমি আলাদা,
তুমি যেখানেই থাক ঠিক খুজে নিবো।
তুমি যে, আমরণ ছায়া।
কোটি তাঁরার মাঝে ,
চাঁদ এর মত।
ঠিক খুজে নিবো।


প্রতিছবি, নেকামি কথা,
তবে,  
চাঁদ দূর থেকে দেখি।
তোমায় ও দেখছি।
ছবি রুপে।


মেঘের কোলে চাঁদ হারিয়ে যায়,
ঠিক তুমি ও তাই,,,


চাঁদ নিয়ে কিছু মানুষ দেখে হাঁসে,
তোমায় ও দেখে হাঁসে।
ঈদে পুর্নিমায়, খোলা আকাশে,
চাঁদ নিয়ে এক টান উওতেজনা।


আমার কাছে তুমি তাই।
একটু ভাবি স্বপ্ন হাঁসি।
তুমি যেমন,
চুপ চাপ তবে,অক্লান্ত হাঁসির মত।
চাঁদও চুপটি,
অক্লান্ত হাঁসির নেয়।
তোমার মত ঘুম,
ভাংগা ছায়া।


তাকিয়ে ডিউটি নয়,
প্রতাশার আবেশ।
তুমি আর চাঁদা।
হুম,
এক রংচঙে আঁকা।