আমি উল্টো মানুষ,,
চলছি ইতি খুজে।
ঠন ঠন ছুটির ঘন্টা,,
দেখবে তাঁরা লোকে।
চারটি কাঁদ্দে একটি খাট,,
আমি তাতে শুয়ে।
নিশাঃস প্রান যুদ্দে,,
কি দিয়েছি,,
কেউ যানি ডাকে!
ঠাই নাই, পাই নাই,,
আজব এই শহর।
তাই আধটু সময়,
বাচ্ছিয়ে লিখছি,,
দিবো প্রানবন্ত প্রহর।
চলেতো একদিন,
ঠিক যাবো!
উল্ট মানুষ আমি।
আমার কাছে ইতি কথা,,
আমার চেয়েও দামী।
প্রানবন্ত শহরে,
নিবো না আর ঠাই।
সামর্থ্য হলেই উড়াল দিব,,
জানবেনা কেউ,
দিবো শেষ বিদায়!


#ছায়া_পেন্সিল